মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুইজন বদলি
গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুইজন বদলি
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: ‘গাজীপুরে ভূমি অফিসে ঘুষ না দিলে নড়ে না ফাইল’ সমপ্রতি এই শিরোনামে কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর গাজীপুর জেলার কয়েকটি ইউনিয়ন ও সিটি করপোরেশন ভূমি কার্যালয় পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৷
এ সময় দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুইজনকে বদলির আদেশ দেন তিনি ৷
১ ডিসেম্বর মঙ্গলবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ আদেশ দেন তিনি ৷
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউছুব আলী এবং কাশিমপুর কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা ৷
এছাড়া কালিয়াকৈর উপজেলা সাহবাজপুর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে তাত্ক্ষণিক বদলির নির্দেশ দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৷
পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী জাবেদ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না ৷’
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা কামাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ভূমি কার্যালয়ে পরিদর্শনের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয় তিনটি ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ৷
একই সঙ্গে সাহবাজপুর ও মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলির নির্দেশ দিয়েছেন তিনি৷