বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাইখালীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্মীরা পিসিজেএসএস এর ২সদস্যকে মারধরের অভিযোগ
রাইখালীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্মীরা পিসিজেএসএস এর ২সদস্যকে মারধরের অভিযোগ
কাপ্তাই প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় রাইখালী ইউনিয়নে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সন্তু গ্রুপ) রাইখালী ইউনিয়ন কমিটির ২জন সদস্যকে বেদম মারধরের এঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস কাপ্তাই থানা কমিটি নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা যায় আজ ৭ ডিসেম্বর সকাল ১১টার দিকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সন্তু গ্রুপ) রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য উষামং মারমাকে (৩৮) তাঁর বাড়ি থেকে স্থানীয় ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানের নেতৃত্বে আওয়ামীলীগের কর্মীরা ধরে নিয়ে যায়।
এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলায় আহত উষামং মারমাকে (৩৮) মারধর করতে করতে উষামংকে কাপ্তাই উপজেলাধীন কোদালা গ্রামের দিকে ধরে নিয়ে যায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস কাপ্তাই থানা কমিটির দাবি তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয় কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে দুপুর ১ টার দিকে এলাকাবাসী কোদালা গ্রাম থেকে মারাত্মক জখম অবস্থায় অপহৃত উষামং মারমাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আজ দুপুর সাড়ে টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সন্তু গ্রুপ) রাইখালি ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক কংহ্লাঅং মারমা (৪০) রাইখালি বাজারে গেলে ছাত্রলীগ-আওয়ামীলীগের কর্মীরা তাঁকে বেদম মারধর করে।
জানা গেছে স্থানীরা কংহ্লাঅং মারমাকে উদ্ধার করে বরইছড়ি হাসপাতালে ভর্তি করে। ক্যহ্লাঅং মারমার কোন উস্কানী ছাড়াই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস সদস্যদের উপর এধরনের হামলা ও মারধরের ঘটনায় জড়িত আওয়ামীলীগ-ছাত্রলীগের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সন্তু গ্রুপ) কাপ্তাই থানা কমিটি পক্ষ থেকে।