রবিবার ● ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জমে উঠেছে রূপসীপাড়া উপ-নির্বাচন
জমে উঠেছে রূপসীপাড়া উপ-নির্বাচন
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) আগামী ২৮ শে ডিসেম্বর ২০১৭ তারিখে রূপসীপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত ১৬আগষ্ট মরহুম শহীদুল ইসলাম মেম্বারের ব্রেইন ষ্টোক জনিত আকশ্বিক মৃত্যুতে ৫নং ওয়ার্ড মেম্বারের পদটি শূণ্য হয়। বিধি মোতাবেক নির্বাচন কমিশন পদ টি শূণ্য ঘোষনা করে নির্বাচনের তফসীল ঘোষনা করেন।
উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন (১)মো. শাহ আলম প্রতিক তালা চাবি(২) মো. ওমর ফারুক বাবুল প্রতিক ফুটবল (৩)মো. গোলজার হোসেন প্রতিক টিওব ওয়েল।
জমে উঠেছে তিন প্রার্থীর নির্বাচনি লড়াই। তবে এখানে একটি ইতিবাচক বিষয় লক্ষনীয় প্রার্থীদের মধ্যে কোন প্রকার রেষা রেষি প্রতিহিংসা দেখা যাচ্ছে না। প্রত্যকেই যার যার স্থান থেকে শান্তিপুর্ণ ভাবে নিজ নিজ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আবার মাঝে মধ্য দেখা যায় দিনের কোন এক সময় তিন জন প্রার্থী একসাথে চা চক্রে মিলিত হয়ে ভোটারদের তাক লাগিয়ে দিচ্ছেন। দেখা হলেই একে অপরের সাথে কুশল বিনিময় করে নিচ্ছেন।
রূপসীপাড়া বাজারে সন্ধ্যা হলেই চায়ের কাপে ঝর উঠছে নির্বাচনি হাওয়ার। এলাকার সাধারন মানুষ মনে করছে, যেভাবে নির্বাচনের মাঠে সৌহার্দপুর্ণ অবস্থা বিরাজ করছে, সেভাবে নির্বাচনটাও যেন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়।যাহাতে ভোটার রা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন।
ভোট সম্পর্কে মতামত চাইলে নতুন প্রার্থী মো. শাহ আলম সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন আমার বাবা রূপসীপাড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন,তাছাড়া ১৯৮১ সালে সেটেলার হয়ে পার্বত্য লামায় আসার পর থেকেই আমার বাবা মরহুম ডা. আব্দুল জলিল মৃত্যু প্রর্যন্ত এলাকার নেতৃত্ব দিয়েছেন। আমার বাবার অবর্তমানে আমি আমার মরহুম পিতার আদর্শকে ধারন করে গরীব দুখী মেহনতি মানুষের পাশে থেকে তাদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালন করে যাব, যদি জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন।
মো. ওমর ফারুক বাবুল সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন আমি অতীতে ৫ বছর এই ৫নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। প্রশাসনিক দিক দিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি ভোটাররা যদি মনে করে অতীতে আমি মেম্বার হয়ে এলাকার জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতি ফলন ঘটাতে পেরেছি, তবে ভোটার গন আমাকে তাদের ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবেন।
মো. গোলজার হোসেন সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন আমি ইতোপুর্বে ও নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম,এলাকার মানুষ আমাকে খুব ভালবাসে ৫নং ওয়ার্ডের মানুষের ভালবাসা ও সমর্থন নিয়ে আমি ভোটে প্রার্থী হয়েছি, আশা করছি মানুষ তাদের ভালবাসার উপহার হিসেবে তাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে, জনগনের পাশে দাড়ানোর সুযোগ করে দিবেন।
তিন জন প্রার্থী ই জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আর জনগনের প্রত্যাশা হল এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন,যার দ্বারা মানুষ ন্যায় বিচার পাবে।অহেতুক হয়রানির স্বীকার হতে রক্ষা পাবেন, সুখে দুখে সর্ব সময়ে তাদের প্রতিনিধিকে কাছে পাবেন।যিনি টাকার কাছে নিজের স্বকীয়তাকে বিকিয়ে দিবেন না।এই সমস্ত গুন গুলো যার মধ্যে বিদ্যমান থাকবে বলে জনগন মনে করবে, তাকেই জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে।