সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » অনলাইনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে হবে : আমানুল্লাহ কবীর
অনলাইনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে হবে : আমানুল্লাহ কবীর
ষ্টাফ রিপোর্টার :: (২৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) সব অনলাইনকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে আহ্বান জানিয়েছেন বিডি নিউজের এডিটর ও জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর।
১০ ডিসেম্বর রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ৩য় তালায় কনফারেন্স রুমে অনলাইন গণমাধ্যম সম্মেলন উদ্বোধন পর্ব এবং অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আমানুল্লাহ কবীর বলেন, আমরা যদি সব অনলাইন একসঙ্গে থাকি তাহলে আমাদের কেউ ভাঙতে পারবে না। যদি একত্রিত না হই তাহলে সহজেই সবাই ভাঙতে পরবে। নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হয়।
তিনি বলেন, সাংবাদিক লাইন হচ্ছে বিপদ সংকেত। এই লাইনে যথেষ্ট বিপদ আছে। সব সময় সাংবাদিকদের জন্য অনুকূল পরিবেশ থাকে না। সাবারই প্রোটেকশন আছে, সাংবাদিকদের নেই। প্রিন্ট মিডিয়া বর্তমানে খুবই শক্তিশালী।
তিনি আরো বলেন, অনলাইন মালিকদের অবশ্য দুইটি দিক থাকতে হবে, প্রফেশনাল এবং কমার্শিয়াল। তা না হলে অনলাইন কোনভাবেই চলতে পারবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।
বিডি নিউজ২৪.কম এর সিনিয়র এডিটর জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লা কবীরের সভাপতিত্বে এসময় নতুন সময়.কম এর সিইও এমদাদুল হক বিপ্লব, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জীবন ইসলাম, অনলাইন মিডিয়ার কোষাধ্যক্ষ নাজমা আক্তার, রাইজিং বিডির প্রতিষ্ঠাতা সম্পাদক উদয় হাকিম, বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুল কামাল, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক নির্মল বড়ুয়া মিলন, অনাবিল নিউজ এর প্রকাশক সরকার রুহুল আমীন ও জিবি নিউজের রকিব হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশন ও অনলাইন মিডিয়া ফোরামের প্রধান সমন্বয়কারী শরীফ মোহাম্মদ মাসুম।