সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » ভোটারদের মন জয় করতে নশিপুরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি
ভোটারদের মন জয় করতে নশিপুরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি
বগুড়া প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) বগুড়া গাবতলীর ৯নং নশিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন জমে উঠেছে। নির্বাচন কে কেন্দ্র করে চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক পেয়ে এখন মাঠ চষে বেড়াচ্ছেন। দোয়া ও শুভেচ্ছা এবং ভোট চেয়ে পোষ্টালে ছেয়ে গেছে গোটা এলাকা। প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এমনকি প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যে ৫নং ওয়ার্ডে ৪ (চার) প্রার্থী তাদের স্ব-স্ব প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ডিসেম্বর। নশিপুর ইউপি ৫নং ওয়ার্ডের মোট ভোটার ১হাজার ৭শত ২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৫৩জন। নারী ভোটার ৮৪৯জন। এবারে নির্বাচনে প্রতীক পেলেন ফরিদুর রহমান মুন্টু (টিউবওয়েল), আব্দুল মান্নান (মোরগ), মোখলেছার রহমান (ফুটবল) ও মাসুদ রানা (তালা) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন কোলারবাড়ী গ্রামের মৃত দারাজতুল্লা পুত্র ৫৬বছরের প্রবীন ব্যক্তিত্ব ফরিদুর রহমান মুন্টু। তার পিতা সাবেক ইউপি সদস্য ছিলেন। এবারের উপ-নির্বাচনে সে শতভাগ জয়লাভের জন্য আশাবাদী। সে চান সবসময় সাধারন জনগনের পাশে থেকে সমাজ সেবামূলক কাজ করতে। একই গ্রামের মৃত আজিজার সরকারের পুত্র আব্দুল মান্নান। এবারের উপ-নির্বাচনে আব্দুল মান্নান নতুন প্রার্থী হলেও জনগন তাকেই নির্বাচিত করবেন বলে সে আশাবাদী। জনগনের জন্য সমাজকল্যাণ মূলক কাজের মাধ্যমে ভাল কিছু করতে চান সে। এ জন্য সে সকলের নিকট দোয়া ও আর্শিবাদ চান। অপরপ্রার্থী কোলারবাড়ী গ্রামের মৃত জোব্বার সাকিদারের পুত্র মোখলেছার রহমান। বয়স ৫২বছর। পেশায় কৃষিকাজ করলেও সে জয়ী হলে সে সবসময় জনগনের সেবা ও সমাজ কল্যাণে কাজ করবেন এমন প্রত্যাশার কথা জানালেন তিনি। সে আরো জানান, বিজয়ী হলে সে জনগনকে নিয়ে কাজ করবেন। একই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র মোঃ মাসুদ রানা। বয়স ৩২বছর। পেশায় একজন পল্লী চিকিৎসক। তার পিতা মরহুম আব্দুল হালিম ইউপি সদস্য ছিলেন। পিতার অসমাপ্ত কাজগুলো সে সমাপ্ত করতে চান। এমনকি জনগনের আশা ও কল্যাণে তিনি কাজ করবেন এমনটায় তার স্বপ্ন। এবারের উপ-নির্বাচেনে সে তার পিতার মতই জয়লাভের স্বপ্ন দেখছেন। এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, আগামী ২৮শে ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, গত ২২জুলাই ১৭ইং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে নির্বাচন কমিশন এ ৫নং ওয়ার্ডকে শূন্য ষোষনা করলে আগামী ২৮শে ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।