শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
রাঙামাটিতে মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) দেশে যুদ্ধা অপরাধীদের বিচার হলেও স্বাধীনতা বিরোধী চক্র এখনও স্বক্রিয়। তারা এখনো দেশকে অস্থতিশীল করতে গোপনে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি আজ ১৬ডিসেম্বর শনিবার সকালে বিজয় দিবসে রাঙামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন। চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রককারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান ও রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ। এ সময় রাঙামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, রাঙামাটি পার্বত্য পরিষদ মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করতে সংকল্পবদ্ধ। পরিষদ চাকুরী নিয়োগে মুক্তিযোদ্ধাদের প্রাপ্র্য কৌটা যথাযথভাবে পুরন করার চেষ্ঠা করছে। তিনি বলেন, অনেক সময় নিয়োগ পরিক্ষায় উত্তির্ন না হওয়ার কারনে মুক্তিযোদ্ধা কৌটা পূরন করা সম্ভব হয়না। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা যাতে চাকুরী লাভের ক্ষেত্রে কৌটার সুযোগ কাজে লাগাতে পারে সে বিষয়ে মনোযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি রাঙামাটির ৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ২হাজার ৫শত, ৫৯জন বীর মুক্তিযোদ্ধাকে ১হাজার এবং ২৬জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ১হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করেন।
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দ্যেশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।