বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা’র ৪টি ইউনিয়ন নিয়ে সরই নামে নতুন উপজেলার গণ বিজ্ঞপ্তি জারি
লামা’র ৪টি ইউনিয়ন নিয়ে সরই নামে নতুন উপজেলার গণ বিজ্ঞপ্তি জারি
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মি.) লামা উপজেলা থেকে ৪টি ইউনিয়ন কেটে নিয়ে আরেকটি উপজেলা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েগেছে। তৎকালীন বৃহত্তর রাঙামাটি জেলার অন্তরগত একটি থানা ছিলো লামা। যার আয়তন ছিলো (বর্তমান লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা)। এরপর ১৯৭৯ সালে থানা প্রথা পরিবর্তন হলে লামা মহকুমা হিসাবে কার্যক্রম শুরু হয়। লামা সাবডিভিশনের অধীনে ৩ টি থানা ছিলো। মহকুমার প্রথা ১৯৮৪ সালে বাতিল করে উপজেলা প্রথা শুরু হয় দেশে। এর ফলে লামাকে ভেঙ্গে আরো ২ টি নতুন উপজেলা করা হয়। আর সেই উপজেলা গুলো হলো- (১) আলীকদম উপজেলা (২) নাইক্ষংছড়ি উপজেলা। লামার আয়তন ছোট করার প্রথম ধাপের পর অর্থাৎ ৩৩ বছর পর ২০১৭ সালের ১৪ ডিসেম্বর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমান লামা উপজেলার ৪ টি ইউনিয়ন কেটে আরেকটি উপজেলা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।সেই লক্ষে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান’নু আগামী ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে সরই ইউনিয়ন পরিষদে গজালিয়া, সরই, আজিজনগর ও ফাইতং ইউনিয়ন এই ৪টি ইউনিয়নকে লামা উপজেলা হতে পৃথক করে আলাদা উপজেলা গঠনের লক্ষে এক গন শুনানির জন্য নোটিশ জারী করেছেন। গন শুনানিতে ৪টি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন লামা উপজেলা প্রশাসন ।