শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির শিক্ষক তহিদুর রহমান সেরা তিনে
পানছড়ির শিক্ষক তহিদুর রহমান সেরা তিনে
পানছড়ি প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. তহিদুর রহমান “শিক্ষক বাতায়নে” -এ’ সপ্তাহের সেরা তিনজনের একজন কন্টেন্ট নির্মাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি চলতি সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় পানছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলার সুনাম বয়ে এনেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের ভান্ডার “ শিক্ষক বাতায়ন”। এখানে দুই লক্ষ সত্তর হাজারেরও বেশী শিক্ষক প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরী করে আসছেন। যে ক’জন প্রতিভাবান শিক্ষক স্বেচ্ছায় নিরলসভাবে পরিশ্রম করে সারা দেশের শিক্ষকদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিতে সহায়তাস্বরূপ ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে বিশেষ অবদান রাখছেন, তাদেরই একজন হলেন প্রত্যন্ত পানছড়ি উপজেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মোঃ তহিদুর রহমান। তিনি এ’ সপ্তাহে ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে সারা বাংলাদেশে সেরা তিন জনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার ২১ডিসেম্বর শিক্ষক বাতায়ন ওয়েব সাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি মুক্তপাঠের জেলা এম্বাসেডর, আইসিটি ফর এডুকেশন খাগড়াছড়ি জেলা এম্বাসেডর ও মাইক্রোসফটের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ৬৪ জনের একজন নির্বাচিত হন।
মাইক্রোসফট ইনোভেটর এডুকেটর এক্সপার্ট মো. তহিদুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সাফল্যের জন্য সিরাজগঞ্জ জেলা এম্বাসেডর ইয়ামিন হোসেন স্যার, বরিশালের সাখাওয়াত শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ, বাতায়ন পরিবার, মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি বাহার মিয়া, কোর্স কো-অর্ডিনেটর আখতার হোসাইন কুতুবী, টিটিসি চট্টগ্রাম’র প্রতি আমি কৃতজ্ঞ। তিনি তাঁর জেলার শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের নিয়ে আরও বেশি বেশি কাজ করতে চান বলে জানান। প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এর আগে কেউ বাতায়নে সেরা হননি।
উল্লেখ্য, মো. তহিদুর রহমান ২০১২ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। টিকিউআই-টু প্রকল্পের আইসিটি রিফ্রেশার কোর্সের এই মাষ্টার ট্রেইণার। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ পানছড়ি ইউনিটের সাবেক প্রধান। “রক্তের বন্ধন” নামে একটি ফেসবুক গ্র“পভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতা। গ্র“পটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ, রক্ত সংগ্রহে সহায়তা দান করে। সাবেক এই স্কাউট লিডার একজন শৌখিন ফটোগ্রাফার। স্মার্টফোনে পিডিএফ,ইপাব বইপড়া ও বসতবাড়িতে বাগান করা বিষয়ে মানুষকে উৎসাহ দেন। এছাড়াও তিনি শিক্ষা বিষয়ক দুটি অনলাইন সংবাদ পত্রিকার সংবাদকর্মী।