শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
চট্টগ্রামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আজ ২২ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে কালারপোল বাজারে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পেইজবুকে কুরুচিপূর্ণ ও বানেয়োট কটুক্তিকারী বাহাদুর এর শাস্তির দাবিতে এক মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সুনাম ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াসে স্থানীয় যুবক বাহাদুর পেইজবুকে নামে-বেনামে পেইজবুক আইডি ব্যবহার করে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেেছ। স্থানীয় যুবক হওয়া সত্ত্বেও বাহাদুর উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বিনষ্টের পাঁয়তারা করছে।
এসময় বক্তারা আরো বলেন, বাহাদুর পেইজবুক আইডিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ও বানোয়াট কথা উল্লেখ করেছেন তা লজ্জাষ্কর ও মানহানিকর। বক্তারা অবিলম্বে জাতির সম্মানিত পেশাজীবি শিক্ষকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যকারী বাহাদুর এর শাস্তির দাবী জানিয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে প্রশাসনকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারকারী ও কটুক্তিকারী বাহাদুরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী মো. রাসেল, মো. রোখন উদ্দিন, নিগার সুলতানা, জাহিদা বেগম,নুরুল আবচার, সুমি আকতার, শিউলি আকতার, নুরজাহান আক্তার শাপলা. শারমিন আকতার, রেহেনা আক্তার ও রুবেল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে কালারপোল বাজার চত্বরে বাহাদুর এর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এবং বাহাদুরকে গ্রেফতারে প্রশাসনের প্রতি ১৫দিনের আল্টিমেটাম ঘোষনা করা হয়।