শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজস্থানে সেতু থেকে বাস নদীতে : মৃত -৩২
রাজস্থানে সেতু থেকে বাস নদীতে : মৃত -৩২
অনলাইন ডিজিটাল ডেস্ক :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) জয়পুর, ২৩ ডিসেম্বর সেতু ভেঙে নদীতে যাত্রীবোঝাই বাস। ঘটনায় কমপক্ষে ৩২জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেনবেশ কয়েকজন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে রাজস্থানের সাওয়াই মাধোপুরের দুবি এলাকায়। অভিযোগ, ঘটনার সময় এক নাবালক বাস চালাচ্ছিল।
সাওয়াই মাধোপুর থেকে লালসোটে একটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। দুবি এলাকায় একটি সেতুর উপর অন্য একটি বাসকে ওভারটেক করতে যায় ৪০ আসনের বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে বনস নদীতে উলটে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। চলে আসেন জেলা শাসক ও পুলিস সুপার। পুলিস সূত্রে খবর, বাসের যাত্রীরা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বাসিন্দা। সূত্র :বর্তমান।