বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও র্যালী
পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও র্যালী
খাগড়াছড়ি প্রতিনিধি :: ২ ডিসেম্বর বুধবার পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ সরকারের সময়েই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করা হবে। এ জন্য পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা প্রয়োজন। সরকার পার্বত্যবাসীর পাশে আছে, ছিল এবং থাকবে।
পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি টাউন হলে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এ কথা বলেন। এ সময় তিনি সকলের চুক্তি বাস্তবায়নের জন্য আন্তরিক ভাবে সহযোগিতা আহবান জানান।বর্তমান শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকা বর্তমান সরকার কোটি টাকার উন্নয়ন হচ্ছে।এবার এই এলাকা উন্নয়ন না হয়,সেই ধরনের একটা পক্ষ কাজ করে। সে জন্য সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহবান জানান।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন শান্তিচুক্তি’র র্যালি ও ১৮-তম বর্ষপূর্তিও কর্মসূচির উদ্বোধন করেন, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সকালে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের অয়োজনে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়।পরে অলোচনা সভা অনুষ্টিত হয়।
সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ।
স্থানীয় এনজিও, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাকস মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ মজিদ আলী ও খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
আপলোড : ২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ