সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শীতার্থদের পাশে সেনাবাহিনী
পানছড়িতে শীতার্থদের পাশে সেনাবাহিনী
পানছড়ি প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার চাকমা, ত্রিপুরা, মারমা, সাঁওতাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়গুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবহিনী। আজ সোমবার সন্ধ্যায় পূর্ব ঘোষনা ছাড়াই উপজেলার শীতার্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার জি.এম সোহাগ পিএসসি ও তাঁর সহধর্মিনী।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম ও মেজর মাহী আহম্মেদ চৌধুরী। এই শীতবস্ত্র শীত নিবারণে বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে বলে শীতার্থরা জানায়।
প্রসঙ্গত, মানবতার সেবায় প্রতি বছর বাংলাদেশ সেনা বাহিনী অসহায়, নিরীহ, গরীব-দুঃখী, দুঃস্থ, মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগীতার পাশাপাশি গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের অর্থিক সহযোগীতা দিয়ে আসছে সেনা বাহিনী।