সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » নশিপুরে শেষ মহুতে উপ-নির্বাচন জমে উঠেছে
নশিপুরে শেষ মহুতে উপ-নির্বাচন জমে উঠেছে
বগুড়া প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) বগুড়ার গাবতলী ৯ নং নশিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড (কোলারবাড়ী) উপ-নির্বাচনে শেষ মহুর্তে প্রার্থীদের প্রচার প্রচারনা জমে উঠেছে। নশিপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ১ হাজার ৭শত ২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৫৩ জন ও নারী ভোটার ৮৪৯ জন। আগামী ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে চার প্রার্থীই এখন ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। কোলারবাড়ী গ্রামের সবত্রই চলছে ভোটের প্রচারনা। শেষ মহুর্তে সকল প্রার্থীই সমানতালে গনসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে সবাই দেখছেন জয়লাভের স্বপ্ন। সচেতন ভোটার হাবিবুর রহমান জানান, যে প্রার্থী সৎ ও জনগণের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। একই এলাকার লাদু আকন্দ জানান ভিন্ন কথা, তিনি বলেন আমরা সবসময় যাকে পাশে পাবো তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপ-নির্বাচনে ফরিদুর রহমান মুন্টু (টিউবওয়েল), আব্দুল মান্নান সরকার (মোরগ), মোখলেছার রহমান সাকিদার (ফুটবল) ও মো. মাসুদ রানা (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২২ জুলাই ২০১৭ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে নির্বাচন কমিশন এ ৫ নং ওয়ার্ডকে শূন্য ষোষনা করলে আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।