বুধবার ● ২৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনা সদস্যরা রাস্তার কুড়িয়ে পাওয়া টাকাসহ মানিব্যাগ ফেরত দিলেন
সেনা সদস্যরা রাস্তার কুড়িয়ে পাওয়া টাকাসহ মানিব্যাগ ফেরত দিলেন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মি.) “আমি শপথ করিছি যে আজকের দিনে মিথ্যা কথা বলবো না এবং স্বজ্ঞানে অন্তত একটি ভাল কাজ করবো, আমিন।” খাগড়াছড়ি জোনের প্রতিটি সেনা সদস্যদেরপ্রতি দিন সকালে এই মর্মে অগ্নি কন্ঠে শপথ গহণের মাধ্যমে তাদের দৈনন্দিন শুরু করে।
দেশ মাতৃকার সম্মানে ও গৌরব রক্ষার এই সূর্যসেনারা তাদের সৎ সাহস ও সততার মাধ্যমে জয় করে নিতে চায় পোরো বিশ্ব। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকালে দৈনন্দিন টহল কার্যক্রম থেকে ফেরার পথে এক সেনা সদস্য সাত মাইল এলাকায় রাস্তার উপর একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে সেনা সদস্য উপরস্থ সেনা কর্মকর্তাকে অবগত করেন।
যাহা ছিল ভোলা জেলার চরফেশন উপজেলার আমিনবাদ গ্রামের মো. মাহবুব আলমের। ব্যাগটির ভেতর ছিল ১৩হাজার ৪শত চুরানব্বই টাকা ও ভোটার কার্ড এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি। পরে সেনা কর্মকর্তা ব্যাগ মালিক মো. মাহবুব আলমের সাথে অনেক কষ্টে সংযোগ স্থাপন করে জোন সদরে আসার আমন্ত্রন জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানি ব্যাগটি হস্থান্তর করা হয়।
মানিব্যাটির সাথে গুরুত্বপূর্ণ তথ্যাদি হারিয়ে দিশেহারা মো. মাহবুব আলম এই প্রতিবেদককে বলেন, আমি কি করবো চিন্তা করে পাচ্ছিলাম না, টাকাসহ ব্যাগটির আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তিতে আমার মোবাইলে ফোন আসে খাগড়াছড়ি জোন থেকে, তখন আমি ভয়ও পাচ্ছিলাম। ভয়ের মাঝেই আমাকে আশার আলো দেখায় ফোনের অপর দিক থেকে। আমি বিশ্বাস করতেই পারছিলাম না। আনন্দে অভিভূত হয়ে সেনা সদস্য ও কর্মকর্তাদের অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞা প্রকাশ করে মাহবুব আলম আরো বলেন, এমন সৎ সদস্যদের দ্বারা যে সেনা বাহিনী গঠিত তাদের হাতে সারা দেশ ছেড়ে দিলে মানুষ নিশ্চিন্তে থাকতে পারবে।