বুধবার ● ২৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীর্ঘ ৩০ বছর পর চালু হলো উল্টাছড়ি বাজার
দীর্ঘ ৩০ বছর পর চালু হলো উল্টাছড়ি বাজার
পানছড়ি প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দীর্ঘ ৩০ বছর পর আজ বুধবার চালু হলো উল্টাছড়ি বাজার। এনিয়ে এলাকাবাসীর মনে বইছে আনন্দ। সন্তুশ প্রকাশ করেছে ক্রেতা-বিক্রেতারা।
জানাযায়, ১৯৮৬-৮৭ সালের পূর্বে জমজমাট ও মূখরিত ছিল উল্টাছড়ি বাজার এলাকা। ৮৬-৮৭ সালের দিকে উল্টাছড়ি বাজারটি পুড়ে গেলে বন্ধ হয়ে যায় বাজারের কার্যক্রম। তার পর থেকে ৫-৬টি দোকান থাকলেও আর কোন দোকান-পাঠ ছিল না। বাধ্য হয়ে পানছড়িবাসী উল্টাছড়ি বাজার এর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বাজার বসাতে আজ আবারো জমজমাট ও মূখরিত হয়ে উঠে উল্টাছড়ি বাজার এলাকা। দোকান সাজিয়ে বসে ব্যবসায়ী ও কৃষকেরা। প্রথম দিনের বাজার হিসাবে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি মোটামোটি ভালই ছিল।
বেশ কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানাগেছে, নতুন করে বাজারটি বসেছে তারপরও ক্রয়-বিক্রয় ভালই হচ্ছে।
এ বিষয়ে বাজার সৃষ্টির উদ্যেক্তা ও বাজার চৌধুরী আবু বক্কর ছিদ্দিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এলাকাবাসীর উৎপাদিত পণ্য বাজার জাত করতে ও সাধারণ জনগনের কষ্ট লাগব করতে কাজ করেছি, এতে সফলও হয়েছি। প্রথম বাজারের দিন উপস্থিতি ভালই ছিল। আগামী বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি আরো বাড়বে বলে আমি আশা করি।