বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বাবা-ভাই দগ্ধ
আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বাবা-ভাই দগ্ধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ে রানা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার বাবা মনির হোসেন (৩৫) ও ভাই রাজিব (১৫)। এসময় আগুনে ২টি ঘর, ৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে টঙ্গীর এরশাদ নগর এলাকার দুই নম্বর ব্লকের একটি বাড়িতে আগুন লাগে। মৃত রানা এরশাদনগরে তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে এরশাদ নগর এলাকার ২নং ব্লকের মনির হোসেনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের ঘর এবং বাড়িসংলগ্ন দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মনির হোসেনের স্কুল পড়ুয়া ছেলে রানা ঘটনাস্থলেই মারা যায় এবং তার ভাই রাজিব ও বাবা মনির হোসেন দগ্ধ হয়েছেন। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির দুইটি ঘর, বাড়িসংলগ্ন পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।