শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে যুব মেলা
পানছড়িতে যুব মেলা
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্ল্যান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এনজিও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র যৌন ও স্বাস্থ্য অধিকার সহায়ক প্রকল্পের আয়োজনে যুবমেলা ব্যনারে শিক্ষার্থীদের মেলা সম্পন্ন হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ পরিচালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যৌন ও স্বাস্থ্য অধিকার সহায়ক প্রকল্পের পানছড়ি উপজেলা ব্যাবস্থাপক বিলাস সৌরভ বড়ুয়া।
এতে বিষেশ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ৩নং সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, নালকাটা উচ্চ বিদ্যালয় প্রধান আনিছ দত্ত চাকমা ও বালিকা বিদ্যালয় প্রধান প্রদীপ চন্দ্র চাকমা প্রমুখ।