শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » পিএসসিতে সাফল্যের শীর্ষে বেবী কেয়ার একাডেমী
পিএসসিতে সাফল্যের শীর্ষে বেবী কেয়ার একাডেমী
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) বিশ্বনাথ উপজেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করে সাফল্যের শীর্ষে খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেবী কেয়ার একাডেমী। এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ১৮জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জনই জিপিএ-৫ পেয়েছে। বাকী ৪ শিক্ষার্থী পেয়েছে এ গ্রেড (৪.৮৩)।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো : জাকির হোসেন খোকা, গোলাম মওলা শাফি, বদরুল আমিন, তারেক আহমদ, মেহরাজ উদ্দিন ইকরাম, নাবিদুল হাসান নাঈম, ওসমান গণি নাদিম, সাদিয়া বেগম, মিফতা জান্নাত তাবুবসুম, তামান্না জান্নাত তাহিয়া, তাবুসসুম ফেরদৌসী জান্নাত, সুমাইয়া জান্নাত শিমু, খাদিজা আক্তার রিপা, সুমাইয়া জান্নাত হেপী।
বিধ্যালয়ের কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একাডেমীর চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট। পাশাপাশি তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।