মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » সম্প্রসারন করা হয়েছে মন্ত্রীসভা : কাল নয়া মন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন
সম্প্রসারন করা হয়েছে মন্ত্রীসভা : কাল নয়া মন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন
ঢাকা :: (১৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪২মি.) ৫০ সদস্যের মন্ত্রিসভায় আজ ২ জানুয়ারি নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নেয়া মন্ত্রীগণ হচ্ছেন : বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস (বিএএসআইএস) এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
শফিউল জানিয়েছেন, আগামীকাল বুধবার নয়া মন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন করা হবে।
সুত্র:বাসস