বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » দ্রুত গতিতে চলছে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন কাজ
দ্রুত গতিতে চলছে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন কাজ
রাউজান প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০০মি.) চার কোটি টাকারও বেশি ব্যয়ে জলিল নগর বাস ষ্টেশন থেকে চট্টগ্রাম- রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন ও প্রশস্তকরনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের মুন্সির ঘাটা থেকে জলিল নগর পর্যন্ত অবৈধ স্থাপনার কারনে প্রতিদিন যানজট লেগেই থাকে। যার ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ-বিদেশী পর্যটক সহ হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মুন্সিরঘাটা থেকে জলিলনগর পর্যন্ত দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কটি মুন্সিরঘাটা থেকে জলিলনগর আধা কিলোমিটারেরও বেশি অংশ ১৮ মিটার থেকে বাড়িয়ে ২৪ মিটার পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। তাছাড়া বর্ষার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোত ও টানা বৃষ্টির কারনে রাঙামাটি মহাসড়কের কিছু এলাকা ডুবে থাকে। যার জন্যে প্রশস্ত করার পাশাপাশি সড়ক উঁচু করা হচ্ছে এবং পানি নিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা করা হয়েছে। এই পথ দিয়ে চলাচলকারী সাধারন মানুষ মনে করেন, যে ভাবে রাস্তার উন্নয়ন হচ্ছে তাতে এই কাজ শেষ হলে রাউজান জলিল নগর থেকে মুন্সির ঘাটা পর্যন্ত যানজট অনেকাংশে কমে যাবে। তবে রাস্তার উপর পার্কিং বন্ধ না হলে এর সুফল সাধারন মানুষ পাবেন না বলেও ধারনা করছেন অনেকে।