রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় স্কুলের জমি দখল করে দেওয়াল নির্মান
বরগুনায় স্কুলের জমি দখল করে দেওয়াল নির্মান
বরগুনা প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৭মি.) বরগুনার বেতাগী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে পাঁকা দেওয়াল নির্মান করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছ।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান চালায়। এ হস্তক্ষেপের ফলে নির্মান কাজ বন্ধ করা হয়েছে।জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ২ নং উত্তর ঝোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝোপখালী মৌজার জেল নং-০৮, এস.এ-৪১১ খতিয়ানের ১৪১ নং- দাগভূক্ত ৩৪ শতাংশ জমির মধ্যে একই মৌজার বাসিন্দা মো. ইউনুস গাজীর ছেলে মো. মিজানুর রহমান গাজী পাঁকা ঘর-উত্তোলনের উদ্দেশ্যে জোড় পূর্বক জমি দখল করে দেওয়াল নির্মান করেন।
গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের এসএমসির সভাপতি ও শিক্ষকদের দেওয়াল নির্মানের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব আহসান সংশ্লিস্ট সাথে নিয়ে সরেজমিনে সেখানে যান।
ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাৎক্ষনিক দেওয়াল ভেঙে ফেলেন। জমির উপড় নির্মিত সীমানা খুঁটি সরানো ও কাজ বন্ধকরার নিদের্শ দেন। এসময় সহকারি উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান রেজা বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. সিরাজুল হক মৃধা, প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বেপারি, সহকারি শিক্ষক, বেতাগী থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানায়, এর আগে ঝোপখালী গ্রামের মো. মিজানুর রহমান মজনু ২০ মার্চ ২০১৭ বিদ্যালয়ের ওই জমি দখল করে খুটি স্থাপন করে। ওই সময় প্রতিষ্ঠানের সংশ্লিস্টরা মৌখিকভাবে নিষেধ করে এবং এলাকাবাসীর পক্ষে মো: চন্নু মৃধা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। এ প্রেক্ষিতে তখন সরকারি সার্ভেয়ার দ্বারা বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. সিরাজুল হক মৃধা অভিযোগ করেন, এঘটনায় তিনিসহ স্বাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে ও যে কোন সময় রাতের আধাঁরে ঘড় তুলতে পারে।তাই এ আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নং-১৩৮ তারিখ ৪-১-২০১৮)।