রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ’র নেতা মিঠুন চাকমা হত্যার ৪ দিন পর পুলিশ বাদী হয়ে মামলা
ইউপিডিএফ’র নেতা মিঠুন চাকমা হত্যার ৪ দিন পর পুলিশ বাদী হয়ে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম নেতা মিঠুন চাকমা হত্যার চার দিন পর অজ্ঞাতমানা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার (৩জানুয়ারি) খাগড়াছড়ি জেলা শহরের অর্পণা চৌধুরী পাড়ার নিজ বাসার সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে হত্যা করা হয় মিঠুন চাকমাকে। হত্যার পর থেকে ইউপিডিএফের পক্ষ থেকে নব্য সৃষ্ট ইউপিডিএফ-গণতান্ত্রীকে দায়ী করা হচ্ছে।
মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার ও আজ রবিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ। অবরোধে হামলা, আগুন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরোধকালে আজ রবিবার সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকায় দুটি টমটমে আগুন দেওয়া হয়। এ ছাড়া পানছড়ি সড়কে টায়ারে আগুন দেয় অবরোধকারী।
এছাড়াও রবিবার দুপুরের দিকে অবরোধকালে জেলার আলুটিলা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী পাজেরোসহ দুটি পাজেরো ও দুটি পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির আলুটিলা এলাকায়পু নর্বাসন যাত্রীছাউনির পাশের পাহাড় থেকে ৫/৭ জন অবরোধ সমর্থক বিজিবি’র গাড়ি লক্ষ্য করেইটপাটকেল মারে গাড়ি ভাঙচুর করেছে অবরোধ সমর্থক ইউনাইটেডপিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীরা।