বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মদ ও গাজাসহ গ্রেফতার-৩
ময়মনসিংহে মদ ও গাজাসহ গ্রেফতার-৩
ময়মনসিংহ অফিস :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৬মি.) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ,গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে এবং গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার করেছে।
ডিবি’র অভিযানে নেত্রােকাণা জেলার দুর্গাপুর উপজেলার আরাপাড়া গ্রামের হেমেন্দ্র সাংমা ও ময়মনসিংহ সদরের ভাটিঘাগড়া গ্রামের শফিকুল ইসলামকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে ভারতে তৈরি ২০ বোতল মদ (হুইসকি) ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, ডিবি’র ওসি আশিকুর রহমানের নির্দেশে এসআই মলয় চক্রবর্তী, এসআই আঃ জলিলসহ অন্যান্যরা সোমবার ভোররাতে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ এলাকার চরঝাউগড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী হেমেন্দ্র সাংমাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ (হুইসকি) উদ্ধার করা হয়।
এছাড়া এসআই আক্রাম হোসেন ও এএসআই আতিকুর রহমান অপর এক অভিযানে সদর উপজেলার ভাটিঘাগড়া এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় অপর গাঁজা ব্যবসায়ী রফিকুল পালিয়ে যায়। অভিযানে গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মদ ও গাঁজার আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা।
ডিবির ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পরে মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ সোমবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তপন মন্ডল ও পরোয়ানাভুক্ত হেলাল উদ্দিন, মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।