শিরোনাম:
●   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আফিয়া ও দ্যুতি মনি ●   হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ●   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলো চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফ এর শোক ●   রাঙামাটি জেলা বিএনপি’র চার নেতা সাময়িক বহিষ্কার : অভিযুক্তরা বলছেন অংসুইপ্রু চৌধুরীকে রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ●   আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ ●   আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” ●   নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান ●   রামগড়ে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল ●   ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি ●   ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ●   আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ ●   ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী ●   রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১ ●   মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা ●   ছাত্র অধিকার পরিষদ ভূষণছড়া ইউপি শাখার কমিটি গঠন ●   রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় ভোটার দিবস পালন : জেলায় মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন ●   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র‍্যালি ●   আন্তর্বর্তীকালিন সরকার জুলাই অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : আনু মুহাম্মদ ●   রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান ●   গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য ●   রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায় পিসিজেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিপর্যস্ত জনজীবন ●   স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু ●   চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ ●   দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী ●   কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ●   হাটহাজারীতে জনদূর্ভোগ লাঘবে প্রশাসনের অভিযান ●   পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার ●   রমজানে দ্রব্যমূল্যে সহনশীল রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে রাঙামাটিতে আলেম-ওলামাগণের আহবান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় পৃথক ঘটনায় একদিনে ৩জনের অস্বাভাবিক মুত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় পৃথক ঘটনায় একদিনে ৩জনের অস্বাভাবিক মুত্যু
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় পৃথক ঘটনায় একদিনে ৩জনের অস্বাভাবিক মুত্যু

---ময়মনসিংহ অফিস :: (৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় একদিনে স্কুলছাত্রীসহ ৩ জনের অস্বাভাবিক মুত্যু হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ করা হয়েছে।
ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকার সড়কের কাছে থেকে আজ  ২১ জানুয়ারি রবিবার সকালে অজ্ঞান অবস্থায় উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রীর হাসপাতালে মৃত্যু হয়েছে। পরে ভালুকা মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই স্কুল ছাত্রী অনন্যা দাস(১৫)উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও গোয়ারী গ্রামের নন্দ দাসের কন্যা।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা দাস (১৫) সকাল ৯টায় তার বড় বোনের শ্বশুর বাড়ি উপজেলার হাজির বাজার যাওয়ার জন্য ভালুকা বাসস্ট্যান্ড হতে একটি লেগুনায় উঠে। পরে সে বোনের বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা ছিল।কিন্তু বড় বোনের শ্বশুর বাড়ি হাজির বাজার এলাকায় গন্তব্যে না নামিয়ে গাড়ির চালক তাকে মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ভর্তি একটি লেগুনা মেয়েটিকে মেহেরাবাড়ী এলাকায় সড়কের পার্শ্বে ফেলে রেখে যায়। মেয়েটির পরনে স্কুল ড্রেস ও সাথে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতর একটি ফ্যামেলি ছবি ছিল। ছবি দেখে নিহতের বড় বোন জামাই নয়নকে সনাক্ত করে খবর দিলে নয়ন এসে প্রথমে সিডস্টোর বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ এখনো মৃতের কারণ খুঁজে বের করতে পারেনি।

এদিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এস কিউ গ্রুপের কালার মাস্টার ফ্যাক্টরীতে কর্মরত লিংকিং অপারেটর নাঈম মিয়া (২২)’র শনিবার (২০জানুয়ারী) বিকেলে রহস্যজনক মৃত্যুর পর পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে। নাঈম মিয়া ত্রিশাল উপজেলার লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও মিল শ্রমিক সূত্রে জানা যায়, জামিরদিয়া মাস্টারবাড়ী এস কিউ গ্রুপের কালার মাস্টার ফ্যাক্টরীতে কর্মরত লিংকিং অপারেটর নাঈম মিয়া (২২) বুকের বামপাশে মেশিনের নিডেলের আঘাতে নিহত হয়। পরে ফ্যাক্টরী কর্তপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে রোববার (২১ জানুয়ারী) সকালে ৭ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। এর মধ্যে অসুস্থ্য দু’জন হচ্ছে রোজিনা আক্তার, আইডি নং-১০০৫১, লাইন -৭, সেকশন- লিংকিং এবং তাছলিমা আক্তার, আইডি নং-৯৩৩২, লাইন -৭, সেকশন-লিংকিং।

এ ব্যাপারে এসকিউ গ্রুপের এইচ আর এডমিন ম্যানেজার মাহমুদুল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, মৃত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ খবরে ৭ শ্রমিক অসুস্থ্য হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌছে দেয়া হয়েছে এবং লিংকিং সেকশনের কর্মরত সকলকে ছুটি দিয়ে দেয়া হয়েছে।

ময়মনসিংহ-৫ শিল্প পুলিশের এসপি বিল্লাল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি স্টোক করে মারা গেছেন। তবে লাশ ময়নাতদন্তের রির্পোটের পর বিস্তারিত বলা যাবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মাজহারুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে ভালুকায় গতকাল শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাত দেড় টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডষ্টোর বাজার ফরেষ্ট চেকপোষ্টের সামনের এলাকায় ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়ায় চালক শহিদুল হক রঞ্জু মিয়া (৩৫) নিহত হয়েছে।নিহত কয়লা বুঝাই ট্রাকের চালক শহিদুল হক রঞ্জু মিয়া জামালপুর সদর উপজেলার চুনখিয়া এলাকার মৃত সুরুজ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাত দেড় টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডষ্টোর বাজার ফরেষ্ট চেকপোষ্টের সামনে পিলার বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৪২৬৮)কে পিছন থেকে কয়লা বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৭২৭) ধাক্কা দিলে সামনের অংশ ধুমরে মুচড়ে যায়।এ সময় কয়লা বুঝাই ট্রাকের ড্রাইভার শহিদুল হক রঞ্জু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খরব পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুল সালাম জানান, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)