রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় পৃথক ঘটনায় একদিনে ৩জনের অস্বাভাবিক মুত্যু
ভালুকায় পৃথক ঘটনায় একদিনে ৩জনের অস্বাভাবিক মুত্যু
ময়মনসিংহ অফিস :: (৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় একদিনে স্কুলছাত্রীসহ ৩ জনের অস্বাভাবিক মুত্যু হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ করা হয়েছে।
ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকার সড়কের কাছে থেকে আজ ২১ জানুয়ারি রবিবার সকালে অজ্ঞান অবস্থায় উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রীর হাসপাতালে মৃত্যু হয়েছে। পরে ভালুকা মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই স্কুল ছাত্রী অনন্যা দাস(১৫)উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও গোয়ারী গ্রামের নন্দ দাসের কন্যা।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা দাস (১৫) সকাল ৯টায় তার বড় বোনের শ্বশুর বাড়ি উপজেলার হাজির বাজার যাওয়ার জন্য ভালুকা বাসস্ট্যান্ড হতে একটি লেগুনায় উঠে। পরে সে বোনের বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা ছিল।কিন্তু বড় বোনের শ্বশুর বাড়ি হাজির বাজার এলাকায় গন্তব্যে না নামিয়ে গাড়ির চালক তাকে মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ভর্তি একটি লেগুনা মেয়েটিকে মেহেরাবাড়ী এলাকায় সড়কের পার্শ্বে ফেলে রেখে যায়। মেয়েটির পরনে স্কুল ড্রেস ও সাথে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতর একটি ফ্যামেলি ছবি ছিল। ছবি দেখে নিহতের বড় বোন জামাই নয়নকে সনাক্ত করে খবর দিলে নয়ন এসে প্রথমে সিডস্টোর বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ এখনো মৃতের কারণ খুঁজে বের করতে পারেনি।
এদিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এস কিউ গ্রুপের কালার মাস্টার ফ্যাক্টরীতে কর্মরত লিংকিং অপারেটর নাঈম মিয়া (২২)’র শনিবার (২০জানুয়ারী) বিকেলে রহস্যজনক মৃত্যুর পর পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে। নাঈম মিয়া ত্রিশাল উপজেলার লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও মিল শ্রমিক সূত্রে জানা যায়, জামিরদিয়া মাস্টারবাড়ী এস কিউ গ্রুপের কালার মাস্টার ফ্যাক্টরীতে কর্মরত লিংকিং অপারেটর নাঈম মিয়া (২২) বুকের বামপাশে মেশিনের নিডেলের আঘাতে নিহত হয়। পরে ফ্যাক্টরী কর্তপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে রোববার (২১ জানুয়ারী) সকালে ৭ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। এর মধ্যে অসুস্থ্য দু’জন হচ্ছে রোজিনা আক্তার, আইডি নং-১০০৫১, লাইন -৭, সেকশন- লিংকিং এবং তাছলিমা আক্তার, আইডি নং-৯৩৩২, লাইন -৭, সেকশন-লিংকিং।
এ ব্যাপারে এসকিউ গ্রুপের এইচ আর এডমিন ম্যানেজার মাহমুদুল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, মৃত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ খবরে ৭ শ্রমিক অসুস্থ্য হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌছে দেয়া হয়েছে এবং লিংকিং সেকশনের কর্মরত সকলকে ছুটি দিয়ে দেয়া হয়েছে।
ময়মনসিংহ-৫ শিল্প পুলিশের এসপি বিল্লাল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি স্টোক করে মারা গেছেন। তবে লাশ ময়নাতদন্তের রির্পোটের পর বিস্তারিত বলা যাবে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মাজহারুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরদিকে ভালুকায় গতকাল শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাত দেড় টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডষ্টোর বাজার ফরেষ্ট চেকপোষ্টের সামনের এলাকায় ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়ায় চালক শহিদুল হক রঞ্জু মিয়া (৩৫) নিহত হয়েছে।নিহত কয়লা বুঝাই ট্রাকের চালক শহিদুল হক রঞ্জু মিয়া জামালপুর সদর উপজেলার চুনখিয়া এলাকার মৃত সুরুজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রাত দেড় টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডষ্টোর বাজার ফরেষ্ট চেকপোষ্টের সামনে পিলার বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৪২৬৮)কে পিছন থেকে কয়লা বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৭২৭) ধাক্কা দিলে সামনের অংশ ধুমরে মুচড়ে যায়।এ সময় কয়লা বুঝাই ট্রাকের ড্রাইভার শহিদুল হক রঞ্জু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খরব পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুল সালাম জানান, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।