রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: (৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮ মি.) রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে কাপ্তাই সদর উপজেলার স্টেডিয়ামে গতকাল শনিবার ২০ জানুয়ারি স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে দিন ব্যাপি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা বাস্তবায়ন ও পুরস্কার বিতরনসহ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে।
এতে জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে সকাল বেলায় উদ্বোধনীসহ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মারমা। বিকালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিকুল আলম।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন ক্রীড়ামোদি ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে। একটি সুন্দর জীবন গড়ার লক্ষ্যে সার্বিক পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধূলা অনুশীলন করার জন্য এবং সকল প্রকার মাদক ও সন্ত্রাস পরিহার করার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে সুষ্ঠ জীবন গঠনের সহায়ক ভূমিকা পালন করবে। ইহাই উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দের দেয়া বক্তব্যে তুলে ধরা হয়েছে।
এ্যাথলেটিক্স প্রতিযোগীতার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব হাসান।