সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০২মি.) ময়মনসিংহে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার ১নং ফাড়ি পুলিশ একশত পিচ আমদানী নিষিদ্ধ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবাসায়ীকে এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এক মহিলা মাদক ব্যবসায়ীকে ২৪পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা যায়,কোতোয়ালি মডেল থানার ১নং ফাড়ি পুলিশ শনিবার নগরীর বাঘমারা এলাকায় এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে উপজেলার উচাখিলার নারায়ণপুর গ্রামের এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে আটককৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ১নং ফাড়ি পুলিশ সুত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানায়, শনিবার রাতে মাদক কেনাবেচার গোপন খবরে ১নং ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল কুদ্দুছ খানের নির্দেশে টিএসআই আনোয়ার হোসেন, আজিজুল হক, এটিএসআই আশরাফসহ অন্যান্যরা শহরের বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে রেজাউল করিম লিটন ও বিপ্লব হোসেন বিটু নামের দুই মাদক ব্যবসায়িকে আটক করে। এসময় রেজাউল করিম লিটনের কাছ থেকে ২০পিচ ইয়াবা এবং বিপ্লব হোসেন বিটুর কাছ থেকে ৮০ পিচ ইয়াবা এবং ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদেরসোমবার আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়,রবিবার রাতে উপজেলার উচাখিলার নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার আঁখি (৩২)কে তার বাড়ি থেকে ২৪পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে আটককৃত মহিলার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা মামলা দায়েরের পর সোমবার আদালতে প্রেরণ করেছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান এ ব্যাপারে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আখি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। মাদক আইনে মামলার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।