সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সভাপতিসহ ১০,বিএনপি সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সভাপতিসহ ১০,বিএনপি সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী
ময়মনসিংহ অফিস :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৩মি.) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১৫টি পদের নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে সভাপতি পদে মো. জালাল উদ্দিন
খানসহ ১০ জন এবং বিএনপিপন্থী প্যানেল থেকে বর্তমান সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমানসহ ৫ জন বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে আ’লীগের মো. জালাল উদ্দিন খান ৪২৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আবু রেজা ফজলুল হক বাবলু পান
৩৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি’র ড. মীর মিজানুর রহমান ৪৪১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের সৌমেন্দ্র কিশোর চৌধুরী পান ৩২১ ভোট।
আজ ২৯ জানুয়ারি সোমবার সকাল ৮টার দিকে সারারাত ভোট গননা শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তার আগে রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহীদ এডভোকেট আমিনুল হক ৩ নং ভবনে আনন্দঘন সুন্দর পরিবেশে আইনজীবীরা ভোট প্রদান করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ৮৪২ জন ভোটারের মধ্যে ৭৭৭জন ভোটার উপস্থিত হয়ে দুই প্যানেল থেকে ৩০ জন প্রার্থীর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন।
আওয়ামী লীগপন্থী ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’থেকে সভাপতি পদে মো. জালাল উদ্দিন খান ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি মো. আবুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক সানাউর রহমান,মো. সফিকুল ইসলাম, সদস্য পদে রোমানা সােদক মিলি,মো. তালহা জোবায়ের (তালহা),মো. আব্দুল আলীম,মো. কবীর হোসেন,মো. সাইফুল ইসলাম (সাব্বীর),মিসেস তাহদিয়া হক (কানিজ) নির্বাচিত হন।
অপরদিকে বিএনপিপন্থী ‘সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের’ সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি মো. আক্রাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান,ওডিটর পদে আনিসুজ্জামান আনিস, সদস্য রাইসুল ইসলাম নির্বাচিত হন।
উল্লেখ্য ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গত বছরের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সহ-সভাপতিসহ অন্য দশটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিলেন।