মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জনদুর্ভোগ » শ্যামলী পরিবহনের প্রতারণা
শ্যামলী পরিবহনের প্রতারণা
ঢাকা-রাঙামাটি রুটে কিছুকাল আগেও নির্ভরতা ও যাত্রী সন্তুষ্টির অন্যতম নাম “শ্যামলী পরিবহণের” রাত্রিকালীন এসি সার্ভিস অব্যবস্থাপনা,নিম্নমানের বাস,যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির অনন্য নজির।
নিজে যাত্রী হয়ে প্রত্যক্ষ না করলে কেউ সহজে মেনে নিতে পারবে না বিষয়টি!
বিগত ৫মাস প্রায় ঢাকা যাতায়ত করতে হচ্ছে। সাথে থাকছে মা-বাবা। রাত্রিকালীন সার্ভিসে যাতয়াতের মূল কারণ সময় ক্ষেপন না করা ও একটু ভালোমানের পরিবহণ সেবা।
এই রুটে BRTC ও শ্যামলী পরিবহণ ব্যতীত অন্য কারো এসি সার্ভিস নেই। তাই অনেকটা বাধ্য হয়ে হলেও শ্যামলী পরিবহণ বেছে নিতে হয়।
প্রায়সই যাত্রাপথে গাড়ি বিকল হয়ে যাওয়া, ড্রাইভারের অদক্ষ ড্রাইভিং, সুপারভাইজারদের দুঃব্যবহার, ওভার টেকিং করার প্রবণতা এসবকিছু মিলে একটি অপচয় বর্তমান সময়ের শ্যামলী পরিবহণ।
BRTC কর্তৃপক্ষের নজরদারির অভাবে অনেক আগেই মানুষ BRTC বাসে যাত্রা কমিয়েছে।
এভাবেই যদি চলতে থাকে রাঙ্গামাটিবাসী প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আন্দোলন করে বন্ধ করে দেয়া হবে, বে-সরকারী মালিকানাধীন পরিবহণটি।
আমাদের সাথে পরিবহণ মালিক বা এজেন্সির কোনো শত্রুতা নেই,তবে যাত্রীসেবার নামে এমন প্রতারণা মেনে নেয়া হবেনা।
আমি লিখছি ক্ষোভ থেকে। আমি লিখছি উন্নয়ণের জন্যে। আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।
পরিবহণ মালিকদের কাছ থেকে একটু ভালো সেবা পেতেই পারে পার্বত্যবাসী।
সাজিদ-বিন-জাহিদ(মিকি)