শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নিরাপদ খাদ্যে ..গড়বো বাংলাদেশ প্রতিপাদ্যে সিলেটে র্যালী
নিরাপদ খাদ্যে ..গড়বো বাংলাদেশ প্রতিপাদ্যে সিলেটে র্যালী
সিলেট প্রতিনিধি :: (২০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে আজ ২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সিলেটে নিরাপদ খাদ্য দিবসের র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সিলেট জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. রফিকুল ইসলাম, সৈয়দ মো. আমিনুর রহমান, সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, এডিএম মোঃ আবদুল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. আবদুল ওয়াহাব ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবদুল লতিফ, ফেঞ্চুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) মো. আতিকুল মামুন, মৎস্য কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল আহমদ, দক্ষিন সুরমার সহকারি মৎস্য কর্মকর্তা মো. ছমির উদ্দিন, সহকারি প্রকৌশলী রতন লাল সাহা, জেলা কৃষকলীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন, সহকারি কমিশনার মো. আশরাফুল হকসহ সিলেট জেলা খাদ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।