শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » “৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা’র একাংশের মানববন্ধন
“৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা’র একাংশের মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি :: (২০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারন সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী আজ ২ ফেব্রয়ারি শুক্রবার অনলাইন গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বাতিল করায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
কিন্তু আপনারা জানেন, গত ২৯ জানুয়ারী ২০১৮ তারিখে মন্ত্রী পরিষদের বৈঠকে “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” খসড়ার অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাধা হবে বলে মনে করছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সহযোদ্ধা অনলাইন গণমাধ্যম কর্মীরা।
তাই আগামী কাল ৩রা ফেব্রুয়ারী শনিবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ধারা “৩২” বাতিলের দাবীতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র পক্ষ থেকে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মানবন্ধনে সারা বাংলাদেশের সকল অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিও এর সম্পাদক, প্রকাশক, মালিকসহ সকল অনলাইন গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন।
এদিকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র নাম ব্যবহার করে ৩রা ফেব্রুয়ারী আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবৈধ ভাবে মানববন্ধন আহ্বানকারী বনপা’র স্বঘোষিত সভাপতি সুভাষ সাহা ও স্বঘোষিত সাধারণ সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরীর সাথে বনপা’র কোন সম্পর্ক নেই বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রোকমুনুর জামান রনি।