সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে ৭ বাসের সংঘর্ষ: আহত ৪০
ত্রিশালে ৭ বাসের সংঘর্ষ: আহত ৪০
ময়মনসিংহ অফিস :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪ মি.) ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের মধ্যে উঠে যাওয়া বাসের সাথে আরও সাত বাসের ধাক্কা লেগে কমপক্ষে ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
সোমবার ৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালের বগার বাজার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন জানান, ত্রিশাল থেকে ভালুকাগামী স্থানীয় রাসেল গার্মেন্টসের শ্রমিক বোঝাই একটি বাসের চালক ঘন কুয়াশার কারণে হঠাৎ বাসটির স্টিয়ারিং চেপে ধরলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের মধ্যে উঠে যায়। এ সময় পেছন থেকে একটি বাস ওই বাসকে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা সাতটি বাসের সবগুলোতে একে একে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় কয়েকটি বাস। এতে বাসগুলোর ৪০ যাত্রী আহত হন এবং একটি বাস পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনার পর ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পরে বাসগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয় বলে আরও জানান তিনি।