সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে বিএনপি’র সভাপতি-সম্পাদক’সহ ৫১জনের বিরুদ্ধে মামলা : আটক-৪
বিশ্বনাথে বিএনপি’র সভাপতি-সম্পাদক’সহ ৫১জনের বিরুদ্ধে মামলা : আটক-৪
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক’সহ ৫১জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রধান আসামী করে ওই মামলাটি দায়ের করেন থানার এসআই সফিকুল ইসলাম। মামলা নং-(৪)। এজাহারে ১১জনের নাম উল্লেখ পূর্বক আরও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী রাখা হয়েছে। এতে ৫নং আসামী করা হয় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিনকে। অন্যান্য আসামীরা হলেন : উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, আব্দুল লতিফ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, যুবদল নেতা রিপন মিয়া ও উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন।
জানা যায়, আজ সোমবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট আগমন উপলক্ষে গত রবিবার বিকেলে পুলিশের অনুমতি ছাড়া উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল ও লিফলেট বিতরণ করেন। এতে নাশকতার আশঙ্কায় ওই মামলাটি দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, রবিবার রাতে ওই মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন : উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদ লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলতাব আলী মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শহিদ এবং অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। গ্রেফতারকৃতদের আজ সোমবার সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।