সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » কর্তৃপক্ষের উদাসীনতায় পানছড়ির ৪৭ পরীক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যৎ
কর্তৃপক্ষের উদাসীনতায় পানছড়ির ৪৭ পরীক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যৎ
পানছড়ি প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কর্তৃপক্ষের উদাসীনতায় চোখের জল ঝড়ছে ৪৭ পরীক্ষার্থীল। এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজী প্রথম পত্রে ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে ৪৭জন পরীক্ষার্থী। আজ সোমবার ৫ ফেব্রয়ারি কেন্দ্র-১ পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অভিভাবক মহলের মনে বিরাজ করছে চরম ক্ষোভ ও তাদের ছেলে.মেয়েদের ভবিষৎ নিয়ে পড়েছে চরম দুঃচিন্তায়। তারা সকলে এর একটা বিহীত ব্যবস্থা চায়।
জানাযায়, ইংরেজী প্রথম পত্রের পরীক্ষার দিনে উল্লেখিত কেন্দ্রে ৪৭জন রেফার্ড পরীক্ষার্থীর জন্য ছিল আলাদা প্রশ্ন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নিয়মিত পরীক্ষার্থীর সাথে একি প্রশ্নে তাদের পরীক্ষা নেয়া হয়। ঠিকভাবে উত্তর লিখতে না পারলেও পরীক্ষার্থীরা প্রথমে তা বুঝতে পারেনি। পরীক্ষা শেষে এ ভুল ধরা পড়লে স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মাঝে নেমে আসে হতাশা।
এ বিষয়ে পুজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক বিজয় কুমার দে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাদের ছাত্র/ছাত্রীদের জিবণ নষ্ট করার জন্য কেন্দ্র সচিব বেলী চাকমা এই কাজ করেছে, আমি এর শাস্থি চাই।
পানছড়ি-১ এর কেন্দ্র সচিব বেলী চাকমা বলেন, এটা ভুল বশত: হয়েছে। তাছাড়া আগে প্যাকেটের গায়ে বড় করে পুরাতন লিখা থাকত এবার ছিল পাতলা করে লিখা ১৭। তাই বুঝতে সমস্যা হয়েছে। এ ব্যাপারে বোর্ডে তিনি নিজেই লিখিত আবেদন নিয়ে যাচ্ছেন বলে পানছড়ি প্রেস ক্লাবকে জানান। উল্লেখ্য কেন্দ্র-১ এ এবার নালকাটা উচ্চ বিদ্যালয়ের ৬জন, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ২১জন ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ২০ জন পরীক্ষার্থ রেফার্ড পরীক্ষায় অংশ নেয়।
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, কেন্দ্র সচিব বেলী চাকমা এ ব্যাপারে আমাকে অবগত করার পর আমি এসিডি জেনারেল (শিক্ষা)’র সাথে যোগাযোগ করেছি, এডিসি জেনারেল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে আবেদন দিচ্ছে বলে জানান।