বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » ময়মনসিংহে যুব ভারত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
ময়মনসিংহে যুব ভারত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
ময়মনসিংহ অফিস :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) ময়মনসিংহে জাতীয় যুব ভারত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের আয়োজনে আজ ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।
‘সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলাই একমাত্র তরুণদের সুন্দর মন মানসিকতার প্রধান উৎস’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন পার্কে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ক্রীড়া সচিব ও পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম। ব্যতিক্রমধর্মী এ খেলায় দেশের বিভিন্ন জেলার শতাধিক ছোট, বড় ও কোমলমতি ছেলেমেয়েরা অংশগ্রহন করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান,ভারত্তোলনের নারী, পুরুষ প্রশিক্ষক, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ক্রীড়া সচিব ও পরিচালক লে.কর্নেল নজরুল ইসলাম জানান, খেলাধুলা শরীরের অন্যতম ব্যায়াম, এতে দেহ ও মন ভালো থাকে। ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি মনোযোগি হলে অন্য কোনো নেশায় তারা জড়াবে না। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক খেলোয়াড় ভারত্তোলন খেলা থেকে সরে গেছে। তাই আবারও ভারত্তোলন ২০১৮ প্রতিযোগিতার মধ্যদিয়ে এর যাত্রা শুরু হলো। আগামী ৯ মার্চ জাতীয় ভারত্তোলন খেলার ফাইনাল প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আরো জানান তিনি।