মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা
দৌলতপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেছেন, ‘নৌকা’ হচ্ছে গণমানুষের আস্থার প্রতিক৷ ৭১’র সালে দেশের সর্বস্থরের জনসাধারণের ভোটে ‘নৌকা’ বিজয়ী হয়ে ছিল বলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ‘স্বাধীন বাংলাদেশ’ পেয়ে ছিলাম৷ আর পরবর্তিতে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষ পেয়েছেন আর্থনৈতিক মুক্তি ও নিজেরদের প্রাপ্য অধিকার ৷ তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করে জননেতা শফিকুর রহমান চৌধুরীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দলীয় অবস্থানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে ৷ এজন্য তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ৷
তিনি গতকাল মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুলস্নাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আজিজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বহিী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, দেলৈতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ৷
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছুরাব আলী মেম্বার, আলী আকবর মিলন মেম্বার, বিভিন্ন ওয়ার্ড কমিটির পৰে বক্তব্য রাখেন ইনত্মাজ আলী, আজাদুর রহমান, ফজলুর রহমান, আবদুল করিম, মস্তাব আলী, হাজী নোয়াব আলী, ধন মিয়া, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী ৷ সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আবদুর রুপ, মানিক মিয়া, ছুরত আলী, গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, তৈয়বুর রহমান, সায়েস্তা মিয়া, আফিজ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা আবুল কাহার, শাখাওয়াত হোসেন, ইকবাল হোসেন শাহীন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাং বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, জাহাঙ্গীর আলম প্রমূখ ৷ আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৫০মিঃ