বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » লোগাং ইউপি‘র মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ
লোগাং ইউপি‘র মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মি.) খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলা‘র ১নং লোগাং ইউপি‘র উদ্যেগে মেধা বৃত্তি-২০১৮ সম্পন্ন হয়েছে। ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা‘র প্রচেষ্টায় মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা আজ বৃহস্পপ্রতিবার অনুষ্টিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা‘র সভাপতিত্বে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ৩বিজিবি’র লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা ও ১নং লোগাং ইউপির সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা জলৎকার প্রমূখ।
কাবিদাং এনজিও‘র ইউপি সম্প্রসারণ কর্মী ইচ্ছা চাকমা পরিচালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, লোগাং ইউপি‘র ৪নং ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী। আলোচনা সভা শেষে অতিথিগন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ এবং মেধা বৃত্তির নগদ টাকা তুলে দেন।
প্রসঙ্গত, ১নং লোগাং ইউপি‘র অন্তরগত ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে ২০জন কৃতকার্য হয়। তার মধ্যে ৩য় শ্রেণীতে ১০জন ও চতুর্থ শ্রেণীতে ১০জন। অপর দিকে এই ৩য় শ্রেণী‘র শিক্ষার্থীরা প্রতি মাসে ইউনিয়ন পরিষদ থেকে ৩শত টাকা, ৪র্থ শ্রেণী‘র শিক্ষার্থী ৪শত টাকা করে টাকা বৃত্তি পাবে। এছাড়াও পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারী ২জন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীকেও এই বৃত্তিসহ ৫শত টাকা করে সুবিধা পাবে।