বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ট্রাকের ধাক্কায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শরিফা
ট্রাকের ধাক্কায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শরিফা
ময়মনসিংহ অফিস :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) ময়মনসিংহে ট্রাকের পাল্লার ধাক্কায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে অশ্রুসিক্ত শরিফা আক্তার (১৫)।
আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পৌরনীতি বিষয়ে ওই কেন্দ্রে বসে পরীক্ষায় অংশগ্রহন করে শরীফা।
ময়মনসিংহ সদর উপজেলার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম চম্পা জানান, ওই বিদ্যালয়েরই ছাত্রী শরীফার বাবা শম্ভুগঞ্জের সাহেব কাচারি এলাকার বালুশ্রমিক। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির কাছেই একটি ট্রাকে বালু বোঝাই করতে গিয়ে ট্রাকের পাল্লার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই মারা যান। সারারাত লাশের ময়নাতদন্ত এবং পুলিশি ঝামেলায় শরিফার বাবার দাফন সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা সম্পন্ন হয়।
এদিকে আমি সকালে শরীফাকে বাড়ি থেকে নিয়ে এসে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্র্রে এসএসসি পরীক্ষার হলে কান্নারত অবস্থায়ই বসিয়ে দিতে বাধ্য হই। বাবার লাশ বাড়িতে রেখে অশ্রুসিক্ত শরিফা অনেক কষ্ট মনে নিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করতে বাধ্য হয়। সবাই ওর জন্য দোয়া করবেন।