শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১ সদস্যকে গুলি হত্যা
খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১ সদস্যকে গুলি হত্যা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ :: (৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৮মি.) খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (ইউপিডিএফ)’র (প্রসীত বিকাশ খীসা) গ্রুপের সদস্য দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার ইউপিডিএফের রাঙ্গাপানিছড়া এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দীলিপ কুমার চাকমা অপর সঙ্গীসহ বাসার সামনে গল্প করছিল। এ সময় কতিপয় অস্ত্রধারী তাদের ধাওয়া করে পেছন থেকে গুলি করলে দীলিপ কুমার চাকমা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের রাঙ্গাপানিছাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ের আঞ্চলিক পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা) গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ এ অভিযোগ অস্বীকার করেছে।
ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউপিডিএফ গণতান্ত্রিককের (তপন-জলেয়া) সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তাদের কর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়। নিহত বিনয় চাকমা পানছড়ি উপজেলার মনিপুর এলাকার বাসিন্দা সন্তুশ চাকমার ছেলে।
এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, শুনেছি গুলিতে একজন নিহত হয়েছে, সে কে তা জানিনা।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে।