শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে শিক্ষামন্ত্রীর ঘোষনা দীর্ঘ ছয় বছরেও বাস্থবায়ন হয়নি
সিলেটে শিক্ষামন্ত্রীর ঘোষনা দীর্ঘ ছয় বছরেও বাস্থবায়ন হয়নি
সিলেট প্রতিনিধি :: (৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মি.) সিলেটে শিক্ষামন্ত্রীর আদেশ বাস্থবায়ন হয়নি দীর্ঘ ছয় বছরে। শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ ২০১২ সালে চারখাইয়ের একটি অনুষ্ঠানে চারখাই বাজারের ত্রিমুখের গোল চত্বরকে নাহিদ চত্বর হিসাবে ঘোষণা দেন। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত সরকারের সংশ্লিষ্টদের এ চত্বরের নামকরণের জন্য প্রয়োজন ব্যবস্থার নেয়া নিদের্শ দেন। কিন্তু দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও শিক্ষামন্ত্রীর ঘোষনা শুধু ঘোষনার মাধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক দলীয় শাসন ব্যবস্থা ও প্রহসনমুলক নির্বাচন প্রতিরোধ এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী হুমায়ুন কবির চৌধুরী নাহিদ শাহাদত বরণ করেন। একই বছরের ১২ জুন নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে, প্রথমবারের মতো সিলেট-৬ আসনের (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সাংসদ নির্বাচিত হন নুরুল ইসলাম নাহিদ।
১৯৯৭ সালে শহিদ নাহিদের প্রথম মৃত্যু বার্ষিকীতে চারখাই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার মানুষের দাবি ছিল শহিদ নাহিদের স্মৃতি রক্ষার্থে কিছু করার। ২০১২ সালে এক অনুষ্ঠানে এলাকাবাসী চারখাই ত্রিমুখে গোল চত্বর স্থাপন করে এটি শহিদ নাহিদের নামে নামকরণের দাবি জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চত্বরের নাম শহিদ নাহিদের নামে নামকরণ করার ঘোষণা দেন।
শহীদ নাহিদের সহপাঠী নজরুল ইসলাম বলেন, সহকর্মী হারানো বেদনা এখনো পুড়িয়ে মারে। আমাদের দাবি ছিল চারখাই গোলচত্বরে শহীদ নাহিদের নামে নামকরণ। কিন্তু মন্ত্রীর ঘোষণা দেয়ার পরও এটি বাস্তবায়ন না হওয়ায় আমরা সত্যি ব্যতিত এবং ক্ষুব্ধ। তিনি দ্রুত সময়ের মধ্যে শহীদ নাহিদের নামে চত্বরের নামকরণ দাবি করেন।