মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে মহিলা সমিতির কালো পতাকা মিছিল
কাউখালীতে মহিলা সমিতির কালো পতাকা মিছিল
কাউখালী প্রতিনিধি :: ২২ সেপ্টেম্বর :
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জে এস এস )সমর্থিত রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা শাখার মহিলা সমিতির উদ্যোগে,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং রাঙামাটিতে মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নারী নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল,সমাবেশ ও স্মারকলিপি প্রদান উপলক্ষে এক অনুস্টান গতকাল সকাল ১০ টায় ঘাগড়ায়
অনুষ্ঠিত হয় ৷
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে মহিলা সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যালী ঘাগড়ার বিভিন্ন গুরুত্ব পুর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে ঘাগড়া কাপ্তাই সংযোগ সড়ক স্থলে এক আলোচনা সভার আয়োজন করেন ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি ইখা চাকমা ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরত্ জ্যোতি চাকমা ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুবাস চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারন সস্পাদক অরুন ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক রিন্টু চাকমা,মহিলা সমিতি রাঙামাটি সদর উপজেলার সহ-সভাপতি রিতা চাকমা প্রমুখ ৷
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জনসংহতি সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক অনিত চাকমা,জনসংহতি সমিতি কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিমল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি কাজল চাকমা৷ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,মহিলা সমিতি কাউখালী
উপজেলা শাখার সদস্য মনিকা চাকমা৷ আলোচনা সভা পরিচালনা করেন,মহিলা সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক
বন্যা চাকমা ৷ বক্তারা বলেন, বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ভাবে ভুমি দখল করে চলছেন, অপর দিকে রাঙামাটিতে মেডিকেল কলেজ বিজ্ঞান ও প্রম্নযুক্তি বিশ্ব বিদ্যালয় স্থাপন বন্ধ না করে উল্টো কাজ কওে চলছেন,
পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীর উপর সহিংসতা দিন দিন বেড়েই চলছে তা
বন্দ করার জন্য পদক্ষেপ গ্রহন করছেনা, এ জন্য আমরা তিব্র প্রতিবাদ জানাই ৷ পাশা পাশি আমরা সরকারের প্রতি নিম্নের দাবি সমুহ জানাই,
১.পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়নে সময় সুচি ভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা ঘোষনা করা,২.অনতি বিলম্বে ভুমি বিরোধ নিস্পত্তির লক্ষে সর্বস্মত সিদ্ধান্ত মোতাবেক ১৩-দফাসংশোধনী প্রস্তাব
অনুযায়ী ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন -২০০১ সংশোধন উদ্যোগ গ্রহন করা,৩. অবিলম্বে রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এর কার্যক্রম স্থগিত করা ও ৪.জুম্ম নারীর
উপর সহিংসতা সংক্রানত্ম মামলা সমুহ দ্রম্নত নিস্পত্তি সহ দোষিদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতি গ্রস্থ ব্যাক্তি ও পরিবার সমুহের ক্ষতিপুরণের ব্যাবস্থা গ্রহন করার জন্য আলোচনা সভা হতে জোর দাবি জানান ৷ আলোচনা সভা শেষে মহিলা সমিতি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি পাঠানো হবে বলে জানান ৷
আপলোড : ২২ সেপ্টেম্বর : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৬.৩৫ মিঃ