বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শহীদ মিনার উদ্বোধন
পানছড়িতে শহীদ মিনার উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৪মি.) শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সাধারণ ও নিরিহ এবং অসহায়দের সাহায্য সহযোগিতার পাশাপাশি, শিক্ষার সার্বিক পরিবেশ সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতার অংশ হিসাবে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্যতম বিদ্যাপিঠ ১৯৭৫ সালে স্থাপিত লোগাং উচ্চ বিদ্যালয়ে শহীদদের স্বরণে শহীদ মিনার নির্মাণ করে দিয়েছে, ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোন।
জানাযায়, ৪৭২জন শিক্ষার্থী ও ১৪জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে চলমান এই শিক্ষা প্রতিষ্টানটিতে শহীদ মিনার না থাকায় প্রতি বছর, কলা গাছ কেটে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতো শিক্ষা প্রতিষ্টানটির ছাত্র-ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা।
এই করুন দশা ৩বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসানকে অবগত করলে, শহীদের প্রতি সম্মান এবং দেশ প্রেম থেকে তড়িৎ গতিতে বিজিবি লোগাং জোন অধিনায়ক এর উদ্যোগে শহীদ মিনার নির্মান কাজ সম্পন্ন করা হয়। যার ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ আজ বুধবার ২১ফেব্রুয়ারি ২০১৮এর প্রতুষ্যে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ মিনারটি উদ্বোধন করেন, দেশ প্রেমিক ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি।
শহীদ মিনার নির্মানের মাধ্যমে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হওয়ায় পরিচালনা পর্ষদ ও অভিভাবক, শিক্ষক-শিক্ষিক, ছাত্র-ছাত্রীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক দপ্তরে দেন দরবার করেও আমরা বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করতে পারিনি, কিন্তু অসহায় ও শিক্ষা বান্ধব কমান্ডার স্যারের কাছে আবেদন করা পরপরই আমরা শহীদ মিনার পেয়েছি, তাই বিদ্যালয় পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্টরা স্যারের এই অনুদান চীর দিন স্বরণ রাখবো।
উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় ৩বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি এলাকার শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে, শিক্ষার সার্বিক পরিবেশ সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতা এবং এ ধরনের প্রকল্প অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
সভা শেষে ৩বিজিরি‘র পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ছাত্র-ছাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার তুলে দেন সাংবাদিক বান্ধব ৩বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি।