শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের অঙ্গনে আজ ২ ফেব্রুয়ারি শনিবার প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে খেলাধূলায় উদ্বুদ্ধকরন ও মানসিক বিকাশের লক্ষ্যে এক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের মোট ৭০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ গ্রহন করেছে । প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীব কান্তি দাশ সমগ্র অংশ গ্রহনকারী প্রতিযোগীসহ বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরন করেছেন ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য অমিত চাকমা (রাজু),রাঙামাটি সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত),মিসেস্ রূপনা চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক নূরুল আবছার ও প্রধান শিক্ষিকা মিসেস্ তাপসী চাকমা বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টর খেলা অনুষ্ঠিত হয়েছে। বড় বালক-বালিকাদের ১০০মিঃ দৌড়ে মো. নাহিদ ও লিজা চাকমা,ছোট বালক-বালিকাদের বিস্কুট দৌড়ে রবিন চাকমা ও নিশানা এবং বালকদের হুইল চেয়ার দৌড়ে অঞ্জন দেব, বালিকাদের হুইল চেয়ার দৌড়ে সাইমা আক্তার প্রথম স্থান অধিকার করেছে।
এছাড়া খেলায় প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে যথাক্রমে ১ম,২য় ও ৩য় স্থান লাভ করে পুরস্কার লাভ করেছে।