সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
ঢাকা প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় ঢাকাস্থ হাজরীবাগের গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় মেলা উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিজ্ঞান মনস্ক শিক্ষার্র্থীরা অংশ নেন। বিদ্যালয়ের ২নং ভবনের ৫টি কক্ষে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিষয়ের ১৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। মেলা চলে প্রতিদিন ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অাজ মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. আরিফ ও মো. কোরবান আলী।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠান প্রধান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব সুফিয়া খাতুন তার বক্তৃতায় বলেন, বিশ্বমানের শিক্ষা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক, দক্ষ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়া প্রয়োজন। পুরস্কার বিতরনী শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না