মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » গৌতম বুদ্ধের অহিংস নীতি বিশ্বে সমৃদ্ধ ও শান্তির সমাজ বিনির্মানে ভূমিকা রাখছে : অনিন্দ্য ব্যানার্জী
গৌতম বুদ্ধের অহিংস নীতি বিশ্বে সমৃদ্ধ ও শান্তির সমাজ বিনির্মানে ভূমিকা রাখছে : অনিন্দ্য ব্যানার্জী
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) বাংলাদেশের বৌদ্ধ সমাজ উন্নয়নে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সেবামূলক সংগঠন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা, সাবেক সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত প্রভাষ রঞ্জন বড়ুয়া”র মৃত্যুতে স্মরণ সভা ও অষ্টপরিষ্টারসহ ভৈষজ্য সংঘদান আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী । এই ক্ষণস্থায়ী জীবনে কিছু কিছু মানুষ কর্ম ও কীর্তি দিয়ে সমাজ ও জাতির তরে কাল উত্তীর্ণ ব্যক্তিত্বে পরিণত হন । এই সব মহত প্রাণ ব্যক্তিত্বরা সমাজে ও কাল কালান্তরে স্মরণীয় । কর্ম ও কীর্তিই মানুষকে স্মরণীয় এবং বরণীয় । তাদেরই একজন স্মরণীয় ব্যক্তিত্ব প্রয়াত প্রভাষ রঞ্জন বড়ুয়া । প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, বৌদ্ধ জাতি বিশ্বে একটি অসম্প্রদায়িক ও জ্ঞান নির্ভর জাতি হিসেবে পরিচিত। বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ গৌতম বুদ্ধের অহিংস নীতি ধারণা লালন করে বিশ্বে সমৃদ্ধ ও শান্তির সমাজ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান । সংগঠনের চেয়ারম্যান জে.বি.এস আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন ওয়াট থাই বুড্ডিষ্ট স্কুল অফ লজ এঞ্জেল, ক্যালির্ফোনিয়া, আমেরিকা উপ-পরিচালক ফরা সুমনতিষ্য মহাস্থবির। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাথের । সুপায়ন বড়ুয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কথা সাহিত্যিক দীপংকর থের, অধ্যাপক শিশির বড়ুয়া, প্রিয়শীল মহাথের, দিলীপ বড়ুয়া, সাংবাদিক কাঞ্চন মহাজন, বোধিপাল বড়ুয়া, সমাজ সেবক রতন কান্তি বড়ুয়া, জিনাংসু বড়ুয়া, সংগঠক স.ম জিয়াউর রহমান, এড. তুষার মুৎসুদ্দী, প্রিয়বোধি ভিক্ষু, ধর্মবোধি ভিক্ষু,নন্দবোধি ভিক্ষু, সুবন্দ শ্রমণ, সদ্ধধর্মজ্যোতি শ্রমণ মো. কুতুব উদ্দিন রাজু, প্রশান্ত বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, রাজেশ বড়ুয়া, অনন্য চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া, সুমন চৌধুরী,নান্টু বড়ুয়া, মিন্টু বড়ুয়া ও সাজু বড়ুয়া ।