বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » জাতিসংঘে বাংলা চাই আন্দোলনে জাগো নিউজ
জাতিসংঘে বাংলা চাই আন্দোলনে জাগো নিউজ
মোফাজ্জল হোসেন ইলিয়াছ :: আমি ভোট দিয়েছি, আপনিও ভোট দিন এ আহবানে ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ দাবিকে সামনে রেখে ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে অনলাইন ভোটিং ক্যাম্পেইন। দেশের বহুজাতিক শিল্প গ্রুপ প্রাণ এর সহযোগিতায় এবং দেশের অন্যতম নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম এর আয়োজনে ক্যাম্পেইনে হাজির হয়েছিলেন জেলার জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-সাংবাদিকসহ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি সরকারী কলেজে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। এর আগে জনপ্রতিনিধি ও শিক্ষক-সাংবাদিকসহ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য্য‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারী কলেজে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. জাহেদ হাসান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ‘র সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. নুরুল আযম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগোনিউজের খাগড়াছড়ি প্রতিনিধি মুজিবুর রহমান ভুইয়া।
ভাষা আন্দোলনকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, এমন আয়োজনের জন্য দেশের প্রতিটি মানুষ জাগোনিউজকে মনে রাখবে। এ উদ্যোগের মাধ্যমে জাগোনিউজ স্মরনীয় হয়ে থাকবে বাঙ্গালীর হৃদয়ে। বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা প্রতিষ্ঠায় ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগান‘কে সার্বজনীন আন্দোলনে রূপ দেয়ারও আহবান জানান তিনি।
বাংলাকে জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠায় অনলাইন ভোটিং ক্যাম্পেইনে অংশগ্রহণ সময়ের দাবী উল্লেখ করে খাগড়াছড়ি সরকারী কলেজে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. জাহেদ হাসান বলেন, সারা বিশ্বে ৪৩ হাজার ভাষা রয়েছে আর প্রতিদিন একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। ভাষা রক্ষায় ব্যার্থ হলে একসময় ভাষা জগাখিচুরীতে পরিনত হবে।
বংলাকে ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা প্রতিষ্ঠার দাবী ইতোমধ্যে প্রধানমন্ত্রী করেছেন উল্লেখ করে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ‘র সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. নুরুল আযম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দাবী বাস্তবায়নে ভুমিকা রাখবে জাগোনিউজের এ উদ্যোগ।
আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার ১৯ বছর পেরিয়ে গেলেও বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়া বলেন, একুশের মাসেও দেশের বিভিন্ন স্থানে যখন ইংরেজীতে লেখা সাইনবোর্ড দেখি তখন আমরা হতাশ হই।
সংবাদ প্রচারের পাশাপাশি ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে জাগোনিউজের এ উদ্যোগ প্রশংসার দাবী রাখে মন্তব্য করে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য্য রক্তে কেনা ভাষা জাতিসংঘে প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহন আহবান করেন। তিনি বলেন, এ কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বাংলার স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
উদ্বোধনী বক্তব্যে খাগড়াছড়ি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ এমন উদ্যোগের জন্য জাগোনিউজ২৪.কম ও প্রাণ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ দাবী বাস্তবায়নে শিক্ষক-সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে বড় ধরনের ভুমিকা রাখতে হবে। দাবী বাস্তবায়নে সরব হতে হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
এ সময় খাগড়াছড়ি সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. নজনুল ইসলাম মজুমদার, খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল২৪ প্রতিনিধি প্রদীপ চৌধরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)‘র সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা প্রতিনিধি কানন আচার্য্য, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েমনের সাধারন সম্পাদক ও ডিবিসি প্রতিনিধি সৈকত দেওয়ান, আর টিভি‘র স্টাফ রিপোর্টার শাহরিয়ার ইউনুছ, ৭১ টিভির জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, সাপ্তাহিক আলোকিত পাহাড়‘র সম্পাদক মুহাম্মদ সাজু, পার্বত্যবানী সম্পাদক মো. আবুল কাশেম, খাগড়াছড়ি প্রতিদিন‘র বার্তা সম্পাদক মো. নুরুচ্ছাফা মানিক, যায়যায়দিন‘র খাগড়াছড়ি প্রতিনিধি রিপন সরকার, দৈনিক ঢাকার ডাক‘র জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জয়নাল, বীর চট্টগ্রাম মঞ্চ‘র জেলা প্রতিনিধি শঙ্কর চৌধুরী, তৃতীয়মাত্রার জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার ও সাংবাদিক সাগর চক্রবর্তী কমল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিকসহ শিক্ষার্থীরা একে একে ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ দাবির সমর্থনে অনলাইন ভোটিং ক্যাম্পেইন অংশ গ্রহণ করেন। ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ ক্যাম্পেইনটি সমন্বয় করেন খাগড়াছড়ি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন।