বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বগুড়া » গণতন্ত্র রক্ষা করতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে : লালু
গণতন্ত্র রক্ষা করতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে : লালু
বগুড়া প্রতিনিধি :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ কারাবন্দী। ফলে সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। দেশে আজ কোন গণতন্ত্র নেই। এ সরকার সাধারন মানুষের ভোটের অধিকার হরন করেছে। দেশ এখন ক্রন্তিকাল অতিক্রম করছে। গনতন্ত্র রক্ষা করতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের ঐক্যবন্ধ আন্দোলন’ই পারে সরকারের পতন ঘটাতে। তিনি আজ বুধবার বগুড়ার গাবতলী কাগইল ও উজগ্রাম বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার প্রদত্ত শীতবস্ত্র দুঃস্থদের মাঝে বিতরন ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় মাদ্রাসা মাঠে কাগইল ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আগানিহাল বিন জলিল তপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার আমিনুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল নেতা আব্দুর রহিম পিন্টু, বিএনপি’র নেতা জুলফিকার হায়দার গামা, আবু জাফর, আবু তাহের, ডাঃ জাহাঙ্গীর আলম, আরেফিন, আতাউর ও মিজানুর রহমান প্রমূখ। এরপর কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।