রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) খাগড়াছড়ির মহালছড়ি জোনের আয়োজনে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ উদ্বোধন হয়েছে। উপজেলার ১২টি শক্তিশালী ফুটবল ম্যাচ নিয়ে শুরু হওয়া জোনকাপ ফুটবল টুর্ণামেন্টটি আজ ৪ মার্চ রবিবার বিকাল ৩টায় মাঠ ভর্তি দর্শকের টান টান উত্তেজনা পূর্ণভাবে মহালছড়ি উপজেলা মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।
এসময় মহালছড়ি ৬ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ পিপিএম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান খ্যাচিংমিং চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান আম্যে মারমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি এ ফুটবল টুর্ণামেন্টকে সম্প্রীতির টুর্ণামেন্ট আখ্যায়িত করে বলেন, মানুষের জীবনে সকলক্ষেত্রে খেলাধূলা প্রযোজ্য। এলাকার শান্তি সম্প্রীতি রক্ষায় খেলাধূলাও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম। সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দুটি দল সমাজ কল্যাণ একাদশ ও রাধামন স্পোর্টিং ক্লাব একাদশ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাধামন স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে।
আগামীকাল পর পর দু’টি ম্যাচের ৪টি দলের খেলা হওয়ার কথা রয়েছে।