রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » দেশ ব্যাপি শুরু হয়েছে বিকেএসপি’র খেলোয়াড় বাছাই কার্যক্রম
দেশ ব্যাপি শুরু হয়েছে বিকেএসপি’র খেলোয়াড় বাছাই কার্যক্রম
ক্রীড়া প্রতিবেদক :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) আজ রবিার ৪ মার্চ ছিল বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণের প্রথম দিন। প্রথম দিনেই পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় খেলোয়াড় বাছাই করা হয়। চারটি জেলাতেই সকাল থেকে ক্ষুদে খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমনের জন্য আসতে শুরু করে। সবার চোখেমুখে ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়। পঞ্চগড় জেলায় ৩০১ জন, ভোলা জেলায় ৪৯ জন, মানিকগঞ্জ জেলায় ১৭৯ জন ও নরসিংদী জেলায় ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল । চার জেলায় পরীক্ষার্থীর মোট উপস্থিতি ছিল ৫৭২ জন।
সারা দেশ থেকে ১০০০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হব। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে প্রথমে একটি ২ মাসের ক্যাম্প এবং আরও ২০০ জনকে নিয়ে আরেকটি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে এ ২টি প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৮ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তি করা হয় ।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৮ ’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২২ মার্চ পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট্য জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামীকাল ৫ মার্চ-২০১৮ ঠাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় বিকেএসপি’র প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।