শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২০
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২০
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর মেঘডুবির কলের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫জন আহত হয়েছে ৷ এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর৷ অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ১৫ জন আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ৷
১০ ডিসেম্বর বৃহস্পতিবার গাজীপুরে পৃথক দু’টি ঘটনা ঘটে৷
পুলিশ ও এলাকাবাসী প্রতিনিধিকে জানায়, গাজীপুর মহানগরীর মেঘডুবির কলের বাজার এলাকায় স্থানীয় পল্লী চিকিত্সক হাজী শেখ আকবর হোসেন তার ফার্মেসীতে বসেছিল৷ সকাল ১০টার দিকে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী কয়েকজন তার উপর লাঠিসোঠা দিয়ে হামলা চালায়৷ এসময় পাশের দোকানে বসে থাকা কয়েকজন আকবরকে বাঁচাতে এলে হামলাকারীরা তাদের উপর আক্রমন করে৷ খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় শেখ আকবর হোসেন (৪৫)সহ আরও পাঁচজন আহত হয়৷ তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে নেয়া হয়৷
আহত অন্যরা হলো মাজহারুল (৪৫), রফিক (৫৫), আবু হানিফ (৬০) ও শাহিন (২৬)৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. আবদুস সালাম সরকার প্রতিনিধিকে জানান, আহতদের মাঝে আকবর হোসেনের অবস্থা গুরুতর৷
এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে৷
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ১৫ জন আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে৷
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে৷
অহতরা হলেন- আমিরুদ্দিন (৪৮), সাইফুল ইসলাম (২৯), কারিমা আক্তার (২৩), উম্মে কুলসুম (৪০), জয়গন নেছা (২৩), জয়নব বিবি (৩৫), রোকেয়া আক্তার (৩২), মিজানুর রহমান (২৫), হাবিবুর রহমান (৩০), সেলিনা আক্তার (২৭), নাসরিন আক্তার (২৩), সমলা বেগম (৫০), তানিয়া আক্তার (২২)৷ বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি৷
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তবে গুরুতর আহত মিজানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, সাইফুল ইসলাম ও তার প্রতিবেশী মিজানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল৷ বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম তার দখলে থাকা জমিতে কাজ করতে যায়৷
দুপুরে প্রতিপক্ষ মিজান, হাবিবুর রহমান ও তাদের সহযোগীরা সাইফুল ইসলামের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ এতে উভয় পক্ষের অনত্মত ১৫ জন আহত হন৷
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দেননি৷ অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷